ফজলুল হক, চুয়াডাঙ্গা
১৭ নভেম্বর ২০২৩
অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গার আইন্দিপুরে প্রবাসী কল্যাণ ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এর ফাইনাল খেলা।
যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে আইন্দিপুর যুব উন্নয়ন কমিটি ও গ্রামবাসীদের উদ্যোগে স্থানীয় প্রবাসীদের সহযোগিতায় আয়োজন করা হয় এই টুর্নামেন্টটি। আশেপাশের ১৬টি গ্রামের ১৬টি দল নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। আজকের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে শালিকা ফুটবল একাদশ এবং ভোগাইলবগাদি ফুটবল একাদশ।
আইন্দিপুর ফুটবল মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিতিতে আক্রমণ পাল্টা আক্রমণের ৯০ মিনিটের খেলা গোলশূন্যভাবে শেষ হয়, পরবর্তীতে নিয়ম অনুযায়ী টাইবেকারে ভোগাইলবগাদি ফুটবল একাদশ ৪ – ৩ গোলে শালিকা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব নঈম হায়দার জোয়ার্দ্দার। অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট ক্রীড়ানুরাগী জনাব জাহাঙ্গীর আলম বলেন, “যুব সমাজকে খেলাধুলামুখী করার বিকল্প নেই”। এই টুর্নামেন্টের সফল পরিসমাপ্তির জন্য তিনি সংশ্লিষ্টদের ও স্থানীয় পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমাপনী সভায় সভাপতিত্ব করেন জনাব আব্দুল মমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – সাহারুল ইসলাম, মনজুর রহমান, মাসুদ রানা, সানোয়ার হোসেন, জুলফিকার আলী ভুট্টো, আনারুল হক ও চিত্রসাংবাদিক ফজলুল হক প্রমুখ।
Add Comment