সাহিত্য

খবরের মানুষ, পাঠ করবেন স্বরচিত কবিতা!

হ্যালোডেস্ক

২৪ ডিসেম্বর ২০২১


তিনি মূলত খবরের মানুষ। তবে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর) উপলক্ষে তিনি হাজির হচ্ছেন আবৃত্তি নিয়ে!

এদিন একাত্তর টেলিভিশনের অন্যতম নিউজ প্রেজেন্টার ফারজানা করিমের স্বরচিত একক আবৃত্তি সন্ধ্যা হবে রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিতব্য এই আয়োজনে নাম রেখেছেন ‘দূরে কোথাও’।

ফারজানা করিম বলেন, ‘সংবাদ সঞ্চালনা করি পেশার জায়গা থেকে। আর সাহিত্য চর্চা বা আবৃত্তির বিষয়টি একেবারেই প্রাণের টানে করা। বড়দিন, একটা আনন্দের দিন। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দিনটাতে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে চাই সবার সঙ্গে, কবিতার আবহে। আশা করছি, আমাকে বুঝতে ও শুনতে অনেকেই আসবেন। আমি প্রীত হবো।’

ইংরেজি সাহিত্য ও ফিল্ম এন্ড মিডিয়ায় নিয়ে মাস্টার্স করা ফারজানা করিমের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি। সম্প্রতি তিনি সংবাদ সঞ্চালনার বাইরে নিয়মিত লেখালেখি ও স্বরচিত কবিতা আবৃত্তি করে দেশ-বিদেশে ভালোই জনপ্রিয় হয়েছেন।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930