তরঙ্গটুডে

চলে গেলেন বর্ষীয়ান কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর। ফাইল ছবি

হ্যালোডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২২


চলে গেলেন উপমহাদেশের বর্ষীয়ান কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। রবিবার মুম্বাইয়ে ৯২ বছর বয়সে চির বিদায় নিলেন তিনি। কিংবদন্তি এই শিল্পীর মৃতুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি থেকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসা চলছিল লতার। অবস্থা অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি।

এর আগেও সঙ্কটজনক অবস্থায় একাধিক বার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল এই গুণী শিল্পীকে। কিন্তু অনুরাগীদের আশ্বস্ত করে প্রতিবারই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন।

উল্লেখ্য, ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতার জন্ম এক মারাঠি পরিবারে। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান। তার আগে বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করেন। লতা ১৯৪৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে ২৫ হাজারেরও বেশি গান রেকর্ড করার অনন্য নজির গড়েছেন। ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, ভারত রত্নে ভূষিত করা হয়। ৯২ বছর বয়সী এই শিল্পী ভীষণ সক্রিয় সামাজিক মাধ্যমগুলোতে। টুইটারের মাধ্যমে তিনি নিয়মিত যোগাযোগ রাখেন অনুরাগীদের সঙ্গে।

সূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, পিটিআই।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930