কবিতা

চোখ

২০২০- নিউ ইয়ার স্পেশাল

-কাজী মোহিনী ইসলাম

রাতভর দেয়ালটি কাঁদছিল-
বুনো বাতাসে কাঁপছিল ক্যালেন্ডারের পাতাগুলো;
একটি দেয়ালঘড়ি অবিরাম বুকে তার যন্ত্রণার সরল কাঁটা ঘুরচ্ছিল
টিকটিক… টিকটিক… টিকটিক!

তোমার চশমার কাচে জমেছে কুমারী কুয়াশা;
ধুসরতায় হারিয়ে দু-চোখ
তবুও মাপছে বেশ
নদীর বুকে তার জলের বয়স!

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930