তরঙ্গটুডে

ঢাকাই সিনেমায় গাইলেন নচিকেতা

নচিকেতা চক্রবর্তী

ঢালিউড

হ্যালোডেস্ক

পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী এবার গাইলেন বাংলাদেশি সিনেমায়। তাকে পাওয়া যাবে বাংলাদেশের চলচ্চিত্রে। দুই বাংলায় বিপুল জনপ্রিয়তা পাওয়া এই শিল্পী কণ্ঠ দিয়েছেন মীর সাব্বির পরিচালিত রাত জাগা ফুল সিনেমার একটি গানে। করোনা মহামারি শুরু হওয়ার আগে গানের রেকর্ডিং সম্পন্ন হলেও সম্প্রতি এর চূড়ান্ত সংস্করণটি হাতে পেয়েছেন ছবির পরিচালক।

নচিকেতার কণ্ঠে ‘দিনবদলের দিন শুরু’ শিরোনামে গানটির রেকর্ডিং হয়েছে কলকাতায়। গানটির কথা লিখেছেন মীর সাব্বির নিজেই, সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার তমাল চক্রবর্তী। গান প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁর মতো একজন গায়ক আমার ছবিতে গেয়েছেন ভেবে ভালো লাগছে। গানের কথাগুলো দেখে তাঁর ভালো লেগেছে, এ কারণেই তিনি গাইতে রাজি হয়েছেন। আশা করি দর্শকেরা ভালো একটি গান শুনতে পাবেন।’ রাত জাগা ফুল ছবির সংগীতায়োজন করছেন ইমন চৌধুরী। এর আগে মীর সাব্বিরের কথায় ছবিটির টাইটেল গানে কণ্ঠ দেন মমতাজ।

সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার সহপ্রযোজক হিসেবে আছে মীর সাব্বিরের প্রযোজনা প্রতিষ্ঠান ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও আবু হুরায়রা তানভীর। আরও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, মীর সাব্বির, জয়রাজ প্রমুখ। পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মীর সাব্বির। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। নতুন বছরের ফেব্রুয়ারি মাসে ছবিটি মুক্তির কথা রয়েছে।

কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর জন্ম ১৯৬৪ সালের ১ সেপ্টেম্বর। তাঁর পৈতৃক বাড়ি বাংলাদেশের পিরোজপুর জেলার ভান্ডারিয়ায়। পড়াশোনা করেছেন উত্তর কলকাতার মণীন্দ্র কলেজে। ছোটবেলা থেকেই গান লেখা শুরু, সেই সঙ্গে নিজের মতো করে গান চর্চা। প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে এবং প্রকাশ পাওয়ামাত্র অভাবনীয় সাড়া পড়ে যায়। গত মার্চ মাসে ‘করোনা’ শিরোনামে একটি কবিতা লিখেছিলেন নচিকেতা। নিজের ফেসবুক পেজে কবিতাটি আবৃত্তি করেও শুনিয়েছেন ভক্ত–অনুরাগীদের। কবিতাটি ফেসবুকে ঝড় তুলেছিলো।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930