সাময়িকী: শুক্র ও শনিবার
-জেবুননেসা হেলেন
কথার পরীক্ষায় তুমি বন্ধু
আজন্ম প্রথম।
আমার হাত ফস্কে রোঁয়া ওঠা
সৌভাগ্য পড়ে গেছে।
ক্যাচ ধরেছে অন্য কেউ…
কিন্তু এই চলমান মুষ্ঠির কষ্টি থেকে
যাচাই করে যে প্রেম আমাকে দিয়েছে
নবজন্ম,
তা কি মিথ্যা?
না। মিথ্যা নয়।
কেউ সৌরভ মেখে মাতাল।
কেউ সৌভাগ্যে আঁতেল ।
আমি কবিতার কাব্যশাস্ত্রে
পরীক্ষালব্ধ ফলাফলের চেয়ে
কাব্য সৌরভে
সৌভাগ্যবতী হতে নেমেছি পথে।
তাই প্রতি নিয়ত তোমার ফেলে
দেয়া চুনে চুনকাম করি হৃদপেশির
বাউন্ডারি পাঁচিল,
আর চিকায় চিকায়
লিখি একটি নাম…
Add Comment