সাময়িকী: শুক্র ও শনিবার
-মাহমুদ নোমান
পাখিটি উড়তে ভুলে গেছে,
খসে গেছে পরমেশ্বরের জাদুর তিল
—নরোম বিছানায়,
নীলের বাহাদুরি ঐখানে চমকাচ্ছে
ডানা দুটো ছেড়ে পালাতে—
ডানা দুটো বড়ো কষ্টকর
বয়ে বেড়াতে,
শাঁই শাঁই উত্তরালি বাতাসের টিটকিরি
পায়ের তলার মাটি—
আমার একমাত্র অবিশ্বাসে,
আমাকে নতজানু হতে বলে
স্কন্দে কুঁড়ি ফোটাবে তোমাদের
Add Comment