বর্ষাকাল এলে আমি ভীষণ স্বদেশী হয়ে উঠি
ঠোঁটে মাখতে থাকি কাদা জল,
শরীর খুঁড়ে ফিরতে থাকে
লাঙলের ফলা
দেশের মাটি ঝলকে ঝলকে
উঠে আসে
মাটির বুকে আমার জিভ
চাটতে থাকে তেতো ফোঁড়ন
ছিঁটেফোঁটা আদরের আশায়
আমার সব সন্ধ্যা তোমাকে
গুঁড়ের চায়ে মিশিয়ে নিও এই মেয়েকে
মাটির দহ, মাটির দেহ,
গহীন ডুবিয়ে এক বংশীসুর
চেনা দেশ, অচেনা মেঘ এনো রোজ রোজ …
-চিরশ্রী দেবনাথ
Add Comment