সাময়িকী: শুক্র ও শনিবার
-নাজিম শাহ্রীয়ার
আমি সাদা, আর তুমি নাকি হালফিলের শাদা আমি ঈদ, তোমাকে সংকোচিত করে বানালে তুমি ইদ আমি বাড়ী আর তুমি হয়ে গেলে পাঁচ ইঞ্চি দেয়ালের বাড়ি আমি নীরব আর তুমি চুপি চুপি হয়ে গেলে যেন নিরব।
আমাদের এই সামান্য বসন বদল
পাল্টাতে পারেকি আমাদের আদল ?
আমি নাহয় শাদা আর তুমি সাদা হলেইবা কি আমাদের জীবনের অর্থতো থেকে যায় একই।
Add Comment