আজকের দেশ

রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’ নিয়ে আসছেন সোহেল তাজ

তানজিম আহমেদ সোহেল তাজ

এ এইচ সোহাগ:

১৮ জুলাই লাইফ স্টাইল বিষয়ক রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’- নামে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠান করেন সোহেল তাজ। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে সোহেল তাজ এই শোর ঘোষণা দেন।সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ লাইফ স্টাইল বিষয়ক রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। সেপ্টেম্বরে আরটিভিতে প্রচারিত হতে যাওয়া ফিট নেশন মিডিয়ার ব্যানারে নির্মিত ১২ পর্বের এই অনুষ্ঠানটিতে সঞ্চালকের ভূমিকায় থাকবেন সোহেল তাজ। তিনি জানান, রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্যে কিছু করার ইচ্ছা-আগ্রহ থেকেই এই পদক্ষেপ নেওয়া।

বহুদিন থেকেই দেশের মানুষের জীবন-যাপনের চিত্র, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, সচেতনতা ও দায়িত্ববোধের বিষয়গুলো নিয়ে ভাবছিলেন তিনি। আর সেই ভাবনা থেকেই লাইফ বিষয়ক রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’-র অনুষ্ঠান করার ঘোষণা দেন তিনি। সোহেল তাজ আরো জানান, ‘হটলাইন কমান্ডো’ টিম নিয়ে তিনি দেশের বিভিন্নস্থানে গিয়ে নানা শ্রেণী-পেশার মানুষের দরজায় কড়া নাড়বেন। মানুষের জীবন-যাপন ও স্বাস্থ্য সমস্যার পাশাপাশি জানতে চাইবেন খাদ্যাভ্যাস, বাসস্থান ও কর্মপরিবেশের বিভিন্ন দিক।

‘হটলাইন কমান্ডো’ টিমের বিশেষজ্ঞ সদস্যরা নানান পেশার মানুষদের সচেতন জীবন যাপনের সহজ ও কার্যকর পথ বেছে নিতে হাতে কলমে সহায়তা করবেন।

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031