তরঙ্গটুডে

লকডাউনে হৃতিকের ফ্ল্যাটে উঠলেন প্রাক্তন স্ত্রী

হ্যালোডেস্ক

হৃতিকের বাসায় সুজানবলিউড সুপারস্টার হৃতিক রোশন ও সুজান খানের বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে ছয় বছর আগে। কিন্তু দুই সন্তানের জন্য তারা একে অপরের প্রতি বেশ বন্ধুসুলভ।

পরিণত সম্পর্কের মশালধারী বলা যায় তাদের। দম্পতি না থেকেও তারা যেন একই পরিবার!

ভারতে চলমান ২১ দিনের লকডাউনে দুই ছেলে রেহান (১৩) ও হৃধান (১১) যেন মা-বাবা কারও কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায়, সেই পথ বের করেছেন হৃতিক-সুজান। তাই মুম্বাইয়ের জুহুতে হৃতিকের অ্যাপার্টমেন্টে থাকছেন তার প্রাক্তন স্ত্রী।

বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরের ভেতর তোলা সুজানের একটি ছবি পোস্ট করেছেন হৃতিক। তিনি জানান, সুজান স্বেচ্ছায় অস্থায়ীভাবে তার ফ্ল্যাটে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে দু’জনেই সন্তানদের যত্ন নিতে পারেন।

হৃতিক লিখেছেন, ‘এটি প্রিয় সুজানের (আমার প্রাক্তন স্ত্রী) ছবি। সে অস্থায়ীভাবে তার বাড়ি ফেলে এসেছে যাতে দুই সন্তান আমাদের কারও কাছ থেকে অনির্দিষ্টকালের জন্য বিচ্ছিন্ন না হয়ে যায়। আমাদের যৌথ অভিভাবকত্বের পথচলা বোঝার জন্য ও এতটা সহায়তাপ্রবণ হওয়ায় সুজানকে ধন্যবাদ। সন্তানদের জন্য আমরা যা সৃষ্টি করেছি সেই গল্প ওরা বলবে।’

সুজান খান, হৃতিকের সঙ্গে রেহান ও হৃধান

হৃতিকের আশা ও প্রার্থনা, ‘নিজের ও প্রিয়জনদের সুস্বাস্থ্যের জন্য সবাই ভালোবাসা, সহানুভূতি, সাহস ও শক্তি প্রকাশের মাধ্যম খুঁজে পাবে।’

৪৬ বছর বয়সী এই অভিনেতা পোস্টের শুরুতে বলেন, ‘লকডাউনের সময় সন্তানদের কাছ থেকে আলাদা থাকার কথা ভাবা একজন অভিভাবক হিসেবে আমার পক্ষে অসম্ভব। গভীর সংকটের কারণে হয়তো কয়েক মাস ধরে এই সামাজিক দূরত্ব ও লকডাউন থাকার সম্ভাবনা আছে।’

বৈশ্বিক দুর্যোগের সময় যেসব অভিভাবককে সন্তানদের কাছ থেকে আলাদা থাকতে হচ্ছে, তাদের কথা ভেবে হৃতিক লিখেছেন, ‘বিশ্ব মানবতা এককাতারে এসে দাঁড়িয়েছে। আমি মনে করি, এই চিত্র সন্তানদের যৌথভাবে লালন-পালন করতে অভিভাবকদের উদ্বুদ্ধ করার মতো। একে অন্যের অধিকার লঙ্ঘন না করে সন্তানকে কাছে রাখতে পারেন তারা।’

গত মঙ্গলবার (২৪ মার্চ) ২০১৫ সালে বোটসওয়ানায় দুই ছেলের সঙ্গে বেড়ানোর ছবি ও ভিডিও শেয়ার করেন হৃতিক। এই রোমাঞ্চকর ভ্রমণকে ভিন্ন ধরনের আইসোলেশন হিসেবে উল্লেখ করেন তিনি। আরেকটি পোস্টে কোয়ারেন্টিনের সময় তোলা দুই ছেলের ছবি শেয়ার দিয়ে লিখেছেন, ‘এর চেয়ে সুন্দর দৃশ্য আর হতে পারে না।’সুজান খান, হৃতিকের সঙ্গে রেহান ও হৃধান

করোনাভাইরাসের বিস্তার রোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে একটি ভিডিও বার্তা শেয়ার করেন হৃতিক। তিনি বলেন, ‘জীবাণুটির ছড়িয়ে পড়া বন্ধে সহায়তা করুন। এজন্য খুব সহজ ধাপ অনুসরণ করতে হবে। এটা আমাদের দায়িত্ব।’হৃতিক রোশনের সঙ্গে সুজান খান

হৃতিক ও সুজান ২০০০ সালের ২০ ডিসেম্বর বিয়ে করেন। ২০১৪ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে বিচ্ছেদ হয়। আদর্শ বাবা-মা হিসেবে সন্তানদের সঙ্গে পারিবারিক ছুটি থেকে শুরু করে মধ্যাহ্নভোজ, সিনেমা হলে ছবি দেখা, নৈশভোজসহ সবকিছুতে অংশ নেন দু’জনে। এমন ঘনিষ্ঠতার সুবাদে গুঞ্জন ছড়িয়েছিল, আবারও বিয়ের পরিকল্পনা করছেন তারা।

কিন্তু টুইটারে সুজান সাফ জানিয়ে দেন, তাদের বৈবাহিক সম্পর্ক পুনরুজ্জীবিত হবে না। তিনি বলেন, ‘সবাইকে জল্পনা না করার অনুরোধ জানাই। হৃতিক রোশনের সঙ্গে আমার পুনর্মিলন হবে না কখনও। তবে আমরা সবসময় দায়িত্ববান অভিভাবক হিসেবে থাকবো। এটাই আমার অগ্রাধিকার।’

তথ্য: বাংলা ট্রিবিউন

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031