ফেসবুক ওয়াল থেকে নেওয়া
গত প্রায় একমাস হয়ে গেলো সোশ্যাল মিডিয়ায় কোন লিখা, কমেন্টস কিছুই লিখতে ইচ্ছে করেনা , এক বন্ধুর অনুরোধে কয়েকদিন আগে – হিংসা ও বিদ্বেষ থেকে বেরিয়ে আসার উপার- নিয়ে আগে ধারন করা ৭ মিনিটের একটি ভিডিও যুক্ত করেছি মাত্র ।
বর্তমান করোনা পরিস্থিতিতে কত কিছুই মনে মনে ভাবি, মনে হয় সচেতনতা বিষয়ে আবারও লিখা শুরু করি , আবার মনে হয় ধর্মীয় মূল্যবোধ – আমাদের ধর্মের আচরণ – যা আমাদের নবী(সা:) দেখিয়ে গেছেন জীবনভর- বিনয়, নম্রতা, সৌজন্যতা, ক্ষমা, পরপোকারীতা, উত্তম আচরণ, সুন্দর করে, নম্র ভাবে আদর্শের কথা বলা, কথার মধ্যে উগ্রতা, অশালীনতা, গীবত, অন্যোর সম্মানহানী না করা, কাউকে ছোট না করা, কারুকে কষ্ট না দেয়া, কারো ক্ষতি না করা, ধ্বংসাত্মক কথা না বলা অথচ সত্য , শান্তির ধর্ম ইসলামের মহত্ত্ব নিয়ে কত কথা বলতে ও লিখতে ইচ্ছে করে।
কিন্তু গত প্রায় ২০ বছর ধরে উত্তম আচরণ- প্রোআকটিভ আটিচিউড, রাগ নিয়ন্ত্রণ, গীবত না করা, অহংকার থেকে বেঁচে থাকার উপায়, পরোকীয়ার কারণ এবং বেরিয়ে আসার উপায় , খারাপ কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার উপায়, যে কোন এডিকশন থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার উপায় নিয়ে কত ভিডিও , কত সাক্ষাৎকার , পত্রিকায় কত লিখেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এই বিষয় নিয়ে কত আলোচনা করেছি শিক্ষার্থীদের বুঝিয়েছি ; এখন আর বলতে ইচ্ছে করে না, লিখতেও ইচ্ছে করে না ।
বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছি, আজও করেছি। তার আগে প্রিমিয়াম ডিভিশন চেস লীগে উপপ্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছি কোন ছবি বা রিপোর্ট দিতে ইচ্ছে করেনি, এখনো করছেনা ।
আজও জাতীয় ক্রীড়া পরিষদে ফটো সেসন হয়েছে , কোন ছবি বা খবর কাউকে বলতে বা দিতে ইচ্ছা করছেনা, নিকট আত্মীয় স্বজনকেও নয়। সোশ্যাল মিডিয়া খুললেই বা টিভির সংবাদ শোনার পর আর লিখতে ইচ্ছে করেনা, কারো সাথে তেমন কথাও বলিনা অতি প্রয়োজন ছাড়া । কি বলবো কাকে বলবো , কি লাভ হবে । মনে মনে আল্লাহর কাছে ক্ষামা চাই (আস্তাগফিরুল্লাহ বলতে থাকি) , ধৈর্য ধরি, আল্লাহর সাহায্য কামনা করি ।
আমার প্রিয় শিক্ষাথীরা ও শ্রদ্ধেয় ফেসবুক বন্ধুরা আমার এই ধৈর্য ধরা, বাকরুদ্ধ থাকার জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি । রাসুল সো : ) বলেন, ” হয় ভালো কথা বলো নতুবা চুপ থাকো ”। দয়াময় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।
মো.আলমাসুর রহমান
কাউন্সিলর মাইন্ড জিম, ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটি
Add Comment