সাময়িকী: শুক্র ও শনিবার
-হোসনেয়ারা বেগম
যখন তুমি চেয়ে থাকো অপলক দৃষ্টিতে দূর সীমানায়
তোমার চোখে তখন ছায়া ভাসে কার? কে সে??
আমি নাকি শরতের সাদা মেঘ উড়ে এসে আড়াল করে আমায়!
অথচ আমি অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে দেখি
তোমার ঠোঁটের কোণে একফালি রোদ্দুর
কাশের গুচ্ছ
দ্যুতিময় কন্ঠহার আমাকেই ডাকে অমোঘ ঈশারায়।
এ পড়ন্ত বেলায় তোমার শাড়ির নিপাট ভাঁজে
বাংলার ষড়ঋতু খেলে
নদী ও নারীর গল্প শুনেছি অনেক
শীত বসন্ত বর্ষা কিংবা
শরত হেমন্ত দেখিনি কখনো নারীর অঙ্গে
আজ তোমাকে আমি দেখি যতবার
বাংলাকেই দেখি বারবার
সারা অঙ্গে তোমার ঋতু বৈচিত্র্য সমাহার।
তবুও বলি চুলের বিন্যাসে যদি মেঘ নেমে আসে তোমার
আমাকেও ভিজিয়ে দিও একবার
আজ নাহয় তোমার সাথেই সারাবেলা ভিজে হব একাকার।
Add Comment