সাময়িকী: শুক্র ও শনিবার
-সাফিয়া খন্দকার রেখা
পৃষ্ঠা জুড়ে অজস্র মৃত্যুকাল লিখে চলছি,
শতাব্দীর হেলে পড়া সভ্যতায়
মৃত্যুর স্বরলিপি লিখে যেতে
ক্রমাগত বংশ বৃদ্ধি করছি।
অস্তিত্বহীন বোধ ডুবে আছে বুদ বুদ খেলায়,
সূর্যোদয়ের পথে এলোমেলো বিমর্ষ পদচিহ্ন,
তেজস্ক্রিয়তায় পুড়ে যাওয়া হৃদপিণ্ড
নির্লজ্জতায় তাকিয়ে দেখছে
অগণিত মানুষের মুখ।
মৃত মানুষের শরীরগুলো
ইতিহাসে ঢুকে যাচ্ছে ক্রমাগত,
আমরা হয়ে উঠি আরও আধুনিক কর্পোরেট ,
অগণিত লাশের লাইন
দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে
ভালোকরে দেখো তুমি আমিও আছি লাশের ভিড়ে।
Add Comment