কবিতা

অজ্ঞাত লাশ

সাময়িকী: শুক্র ও শনিবার

-বিপ্লব রেজা

বীতশ্রদ্ধ হয়ে আছে দুর্মদ বন্ধুর এ মন
বিঁজুরি প্রকম্পিত দুঃসাশিত সময় যেমন,
কখন যে ফেঁটে পড়ে কোথায় কেমন-
অজ্ঞাত লাশ লাগে তাই নিজেকে এখন।
বুকচিরে চিৎকার করি শূন্যোদ্যানে চেয়ে
সমুদ্রে আস্ফালন করি প্রমত্ত টর্নেডো হয়ে
সবুজকে মারিয়ে চলি নিত্য অগ্নিবৃষ্টি দিয়ে-
কোথ্থাও শান্তি খুঁজে পায় না হায় মন!
শুধু তোমার ছবি- নির্মল সেই পুত মুখ
সব’তেই যেন ফিরে ফিরে আসে, পাই সুখ;
তাহলে কী তুমি শান্তি নিয়ে দিয়েছ দুঃখ?
অজ্ঞাত লাশ লাগে তাই নিজেকে এখন।।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930