সাময়িকী : শুক্র ও শনিবার
০৩ ফেব্রুয়ারি ২০২২
-ফরিদ আহমদ দুলাল
ডানে-বামে পুবে বা পশ্চিমে
মরু ঝড়ে যাবো উত্তরে সুতীব্র হিমে
কোন দিকে যাবো আজ পাতালে না জলে
কিংকর্তব্যবিমূঢ় কি তবে এ-কে বলে!
ভুলে যাবো যতো চেনা পথ
এ জগতে স্বার্থান্ধের সমূহ দ্বৈরথ
অথবা পথের অপেক্ষায় শুধু পথ চেয়ে থাকা
ছলনার আচ্ছাদনে ক্ষত ঢেকে রাখা
বারেবারে ব্যর্থ হলে দু-চোখ ডোবে না আঁখি জলে
মোহ কেটে যায় আত্মহনন কৌশলে!
একা হলে চোখে অন্ধকার মেখে মদ্যপান করি
আত্মনিয়ন্ত্রণ নেই বলে মদের বোতল খুলে কাচের গেলাস ভরি করতলে খুঁজে ফিরি স্পষ্ট ভাগ্যরেখা
গেলাসে প্রথম পেগ ঢেলে ভাবি—কেন আমি একা?
দ্বিতীয় পেগের পর বরফের গায়ে ঢালি জল
একাকীত্বের শিকড়ে নেমে আসে শ্রাবণের ঢল!
তৃতীয়-চতুর্থ পেগ পার হলে হিসেব ফুরায়
সপ্তম-অষ্টম পেগে অনিদ্র রাত্তির একা হয়ে যায়!
স্বার্থান্বেষী এজেন্সির ফাঁদে পড়ে না কবির মন
অবাক বিস্ময়ে পাঠ করে অসদাচারীর নিমেষ পতন।
Add Comment