সাময়িকী: শুক্র ও শনিবার
– গিরীশ গৈরিক
ঘুম থেকে জেগে দেখি আমি উভয় লিঙ্গের সক্রিয় মানুষ
এখন হয়তো তোমাকে আর প্রয়োজন হবে না।
আমি বুঝেছি- তোমার দাঁতের পাটি পাটীগণিতের সরল অঙ্ক
যা কিনা গরলের চেয়ে মধুময় বিষের অন্তর্ঘাত।
হ্যাঙ্গারে টাঙানো তোমার পোশাকের কঙ্কাল
যদি তোমাকে ভাবায়- তাহলে আমি ভেবে নেবো
আজ থেকে আমি কোনো পালবংশের সন্তান নই।
এতদিন যতো দেবদেবীর প্রতিমা গড়েছি-
তাদের লিঙ্গ স্তনে চিবুকে হাত রেখে যেসব যৌন সুখ পেয়েছি
ভুলে যাব সেসব কথা।
ভুলে যাব অতশি কাচের তীক্ষ্ণ আলোয়
জ্বালাময়ী সংসার।
ভেঙে দেব গর্ভজীবী দুঃখের গুহামুখ
কেননা এখানে র্যা ব এসে ধর্ষণ করে র্যা বের কাব্যবাগান
এখানে অনূঢ়া মমতা দিদি বন্ধ্যা করে রাখে-
তিস্তা নদীর গর্ভ
এখানে ক্ষুধার্ত ধানগাছের মলিন মুখ দেখে-
কেউ কাঁদে না।
এখানে নাড়ী কাটা ব্লেডের রক্তাক্ত মৃতদেহের
শবযাত্রা থমকে থাকে চিরকাল।
তবুও আমি প্রতি বিহানবেলায় বেহুলার বেহালা
বাজিয়ে তোমাদের মুগ্ধ করি।
চৈতালি হাওয়ায় সূর্যের ফাটা শরীরে লাগাই কাদামাটি
তোমাদের ছায়ার আঙুল ছুঁয়ে হাঁটি আঁধারী জোছনায়।
Add Comment