আকাশের সংহারমূর্তি
মানুষের বহুগামিতা
এখন সময় অন্তরাল
নিজের ছায়ায় নিজেকে ভয়
প্রিয় সম্পর্কে প্রলম্বিত কায়
আলোর সাথে ছায়ায় লুকিয়ে থাকা
সম্পর্কের সাথে বিশ্বাসের প্রগাঢ়তা
অথচ দেখ। হে অস্থির সময়
রাতের আঁধারে অধীকার হারায়
মিথ্যের কাছে সত্যরা হারায়
সত্য প্রকাশ পায় না!
মিথ্যা মহাপরাক্রমশালী।
মানুষের গিরগিটি রঙে
পাতারা হাসে।
বাতাস হুহু করে
আকাশে বিজলী চমকায়।
কিছু সত্য ক্রোধে এগিয়ে এসে
আমাকে উত্তেজিত করে।
ভাবছি একশ একটি মোম জ্বালিয়ে
সত্যের আরাধনা করে-
তাকে প্রবোধ দেবো।
হে প্রবঞ্চ সময়,
সহ্য সীমারেখা লঙ্ঘনের দুঃসাহস নেই,
রাস্তায় পতাকা হাতে দাঁড়াতে সাহস নেই।
ভাব ভণিতার কোন ইচ্ছেই নেই আমার।
মিথ্যের কৌশল জানি না।
তাই অসাড়তায় আকৃষ্ট নই
আত্নপ্রকাশে নির্লিপ্ততায় কুকড়ে থাকি-
এখন,অন্তিম বিকালে আমার,
অনন্ত সকাল।
-শামসুদ্দিন হীরা
Add Comment