কবিতা

অন্যদেশ

সাময়িকী: শুক্র ও শনিবার

-তৃষ্ণা বসাক

সকাল নটা বাজলেই আমি রোজ অন্যদেশে,
সে দেশে হিরের গাছ, মানিকের ফুল, মুক্তোর ফল,
নাভিতে হাত ছোঁয়ালে সপাট খিদে
রিং টোনের মতো বেজে ওঠে ।

বেজে ওঠে, বেজে যায়, বেজেই যায়, কেউ ধরে না,
কে ধরবে? সেদেশে সব সেলোফেনের মতো মানুষ,
আমি তাদের বুকের ভেতরটা পরিস্কার দেখতে পাই,
টলটলে সাগরের মতো, যদিও একফোঁটা জল নেই;

সেদেশে তৃষ্ণাও বাজতে বাজতে নো আনসার হয়ে যায়,
ঘরও খুব সহজ, দেওয়ালের এ পিঠ ও পিঠ,
এক দৃষ্টিপাতে
প্রকাণ্ড একটা খাওয়ার টেবিলে ডিমের কুসুমের মতো আমার মুখ –
সকাল নটার পর আমি একটা অন্যদেশে চলে যাই ।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930