সাময়িকী: শুক্র ও শনিবার
-কামাল শাহীন
তবুও তারা দলবেঁধে গাঁয়ের পানে ছুটে
করোনা ভয় তুচ্ছ মনে চিন্তা নাই মোটে।
লাশের সারি বাড়ছে নিত্য শহর নগর গাঁয়ে
জমদূতটা হাঁটছে যেন সবার পায়ে পায়ে।
শপিংমলে কেনার ছলে লোকের অনেক ভীড়
হেলায় ফেলায় আইন মানায় সবাই বেশ ধীর।
এক ঈদেতে পুরান জামা এবং থেকে ঘরে
মনের মতো ঈদ হবে বেঁচে থাকলে পরে।
দূরে থেকেও কাছে থাকা, মনে থাকুক মন
ভালোবাসায় ভালো থাকুক প্রিয় স্বজন।
ঈদের নামে কোলাহলে বিপদ হবে ভারী
মরন ফাঁদ সঙ্গী হবে লঞ্চ স্টিমার গাড়ি।
উৎসব খরচ ভুলে গিয়ে ভাবুন গরীব পানে
কত লোকের বিপদ এখন সর্বলোকে জানে।
আপনার টাকায় অন্যের মুখে অন্ন তুলে দিলে
ঈদের খুশি অন্য ধাঁচে ঠিকই ফিরে পেলে!
এইভাবেই বাঁচবে নিজে, বাঁচবে অসহায়
ঘরে থেকে ঈদ উৎসব পালন করা যায়।
Add Comment