শাময়িকী : শুক্র ও শনিবার
-মিজান খান
একটি নদী আমার বাড়ির পাশে
সেই নদীতে স্মৃতির নোলক ভাসে!
শোলার মতো ভাসতে থাকা স্মৃতি
ভুলেই গেছি টানলো কখন যতি!
ধুসর হওয়া ফোঁটা ফোঁটা দাগ
তামাদি হলো জমানো সব রাগ।
ভিড় করে সব ফুটতে থাকা নীলে
নদীতে না শুকিয়ে যাওয়া ঝিলে?
একটি নদী আমার বাড়ির পাশে
সেই নদীটি ভরিয়ে দিলাম হাঁসে।
হাঁসের ঠোঁটে লুকিয়ে রাখা স্মৃতি
কখন যে তার ঘটিয়ে দিল ইতি!
Add Comment