সাময়িকী: শুক্র ও শনিবার
– শিরিনা বিথী
এলোমেলো কিছু ইচ্ছে সারাক্ষণ
উঁকি দেয় আমার মনের জানালায়।
আচ্ছা একটু অবসরে তুমি কি
আমাকে ঠিক আমার মতো করে ভাব?
তুমি কি আমার মতো করে তোমাকে
এক পলক না দেখার অস্থিরতায় ভোগো?
তুমি আমার স্বপ্নে, জাগরনে, আমার মননে,
এক বাক্যে বলতে পারি তুমি আমার সমস্ত স্বত্বা জুড়ে।
আর এ কারণেই বুঝি তোমার আর আমার
কল্পনার জগৎ একদম ভিন্ন।
আমাকে নিয়ে না ভাবলে বোধকরি
তোমার কিছু আসে যায় না
কিন্তু আমার উপলব্ধিতে সর্বক্ষণ তুমি।
আমার ভাল লাগা তোমাকে ঘিরে
আমার মন্দ লাগা তোমাকে ঘিরে
আমার বেঁচে থাকা তোমাকে ঘিরে
অথচ এসবের কিছুই তুমি জান না
জানবার বোধ করি ইচ্ছেও তোমার জাগে না।
নাইবা জাগুক।
এক জীবনে কতটাই বা কষ্ট দেবে?
সব কিছুই এখন অভ্যেসে পরিণত হয়েছে।
তারপরও যদি জীবনের কোন এক সন্ধিক্ষণে
তোমাকে একান্ত নিজের করে পাই
শুধু এই আকুতি নিয়েই অপেক্ষায় থাকি
মন্দ কি?
প্রয়োজন তো আমার ছিল
তাই জীবনের প্রাপ্তির হিসেব না করে
অপ্রাপ্তির অপেক্ষা করি।
Add Comment