সাময়িকী: শুক্র ও শনিবার
-শিরিন আক্তার শীলা
অপেক্ষা পৃথিবীর সবচেয়ে দামী শব্দ, পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর শব্দ। কারো জন্য অপেক্ষা করা যে কি কঠিন একটা ব্যাপার, কি কষ্টের একটা ব্যাপার, যে অপেক্ষা করে শুধু সেই বোঝে। এক সময় টিয়াপাখি আর সুখপাখি খুব ভালো বন্ধু ছিল, দুজনের মধ্যে ছিল খুব ভাব। তারা একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতো। হঠাৎ এক অজানা ঝড়ে তাদের বিচ্ছেদ হয়ে যায়।
তবু ও টিয়াপাখি অপেক্ষায় থাকে তার সুখপাখি বন্ধু তার কাছে ফিরে আসবে। অপেক্ষা করতে করতে ক্লান্ত টিয়াপাখি, তবুও আশা ছাড়ে না। হ্রদয়ে পাথর বেঁধে রাখে। সুখপাখি কি একটুও তাকে বোঝে না? একটুও কি তাকে খোঁজে না? ক্লান্ত টিয়াপাখির অপেক্ষার চোখে বিষাদের ঘুম নেমে আসে। কারো জন্য অপেক্ষা করার নাম কি ভালোবাসা??
Add Comment