সাময়িকী: শুক্র ও শনিবার
-মুসতাক মুকুল
একটা কবিতা লিখবো বলে,
অগণিত নিশুতি রাত যায় কেটে
ভাবনার খোরাকে পড়ে মরচের পরত।
গভীর জলরাশি ভেদ করে তুলে আনা
ঝিনুকের পেটে নেই কোন মুক্তোর ঝলক।
আঁধারের বুক চিড়ে ফুটে ওঠা শলতের
আলোয় হয়না কোন শব্দের ব্যবচ্ছেদ।
মুক্তির আহ্বানে ছুটে চলা নক্ষত্রের
ভীড়েও পাইনা কাংখিত ছন্দ।
পেঁজো তুলো হয়ে ভেসে বেড়ানো মেঘের
ডানায়ও নামে না কোন শব্দের মোহনীয় পরী।
নিক্কনের ছন্দে চলা আহ্নিক গতিও
শেখায় না ছন্দ-মাত্রা- জ্ঞান….
পাখিদের কলরব, বৈকালি গানে
হয় না মন উচাটন
ফুল আর বাতাসের সংগমে সৃষ্ট ঘ্রাণও
কবিতার ভাষা বোঝেনা
এতো এতো অনুষঙ্গ চারিদিক তবু
কবিতা পাইনা খুঁজে।
কতোশত গলি ঘুরেও দেয় না দেখা ।
ও হ্যাঁ, একবার
একবার দেখেছিলাম কবিতাকে নিজের মতো করে,
তোমার মন গভীরে মিশে ছিলো আস্টেপৃষ্টে।
তোমার কেঁপে ওঠা ঠোঁটে বেজেছিলো কবিতার বোল
হৃদয়ের ঝর্না জমে ছিলো চোখের কোণায়,
তাতে দেখছিলাম কবিতারা সাতার খেলে অবিরাম
কোমড়ের ভাঁজে বল্গা হরিণ হয়ে
বাঁক বদলায় শত শত কবিতা।
তোমার অব্যক্ত ভাষায় কবিতার
শব্দরা খলবলিয়ে ওঠে
তাই একটা কবিতা লিখবো বলে
আছি তোমার অপেক্ষায়…..
Add Comment