সাময়িকী : শুক্র ও শনিবার
-মিনহাজুল হক খাদেম
আমি অবিনশ্বর নহে এই ধরাধামে
ক্ষণস্থায়ী হয়ে এসেছি তোমাদের মাঝে
অভিপ্রায় গুলো দিলেম ছেড়ে ওই নীল গগনে
যদিও থাকবো না একদিন এই পৃথ্বিতে।
অস্তিত্ব গুলো ভেসে যাবে একদিন ততক্ষণের তটিনীতে
কোমল রূপটি ভেসে আসবে না আর কাহারো হৃদয়ের মোহিত হয়ে।
বেঁচে থাকবে চিরকাল মনুষ্যত্বের মানবতা প্রেম আর ভালোবাসা
হারাবে না কখনো এই পৃথ্বিতে এই মায়ায় ভালোবাসার বন্ধনা।
Add Comment