সাময়িকী: শুক্র ও শনিবার
-বাবুল আনোয়ার
মাঝে মাঝে একা হয়ে যাই
দুরন্ত মেঘের দল লুকিয়ে রাখি
চোখের ভিতর। রোদের পরাগ মেখে
বাড়াই হৃদয়ের উত্তাপ
মাটির গন্ধ ছড়িয়ে বুকে
দাঁড়িয়ে থাকি অন্ধবেলায়
নগ্ন ছায়ারা অশ্লীল করতালি দিয়ে
জোরেশোরে নাঁচে।
দূরে যায় সরে যায় সম্ভোগের দিন
ধবল সকালে সবুজের মাঝে
পড়ে থাকে অসহায় জোড়া নীল চোখ
ক্ষরণের বিবরে আটকে পড়ে
নীলকণ্ঠ রাত, বিদগ্ধ প্রেম।
মগ্ন বেদনায় লালন করি
দহনের অমল কোমল বিষাদ।
Add Comment