সাময়িকী : শুক্র ও শনিবার
-এম. দেলোয়ার সরকার
শরতে আগুন হাওয়ায় ফাগুন চোখে
রাত বিরাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখি
গভীর ঘুমে মাথার পরে জলের গ্লাসে
দাঁড়িয়ে রবি
জ্বরের ঘোরে ললাট ছুঁয়ে জলপট্টি দিবি।
অষ্টপ্রহর তুই কি আমার প্রেমিক রবি?
এই ফাগুনে বকুল ফুলের মালা হবি
গন্ধরাজে ভরিয়ে দিবি চুলের বেণী
আঁজলা ভরে জল খাওয়াবি প্রেমসুধায়
বাদাম টিপে মুখে দিবি অপার ক্ষুধায়
এই নিশিতে প্রেম দিবিনা কি দিবি?
অষ্টপ্রহর তুই কি আমার প্রেমিক রবি?
নাওয়ের পাছায় উল্টো স্রোতে বৈঠা ধরবি
বাদাম তুলে শাড়ির আঁচল ঘুছিয়ে দিবি
কলঙ্কের এক তিলক ছুঁয়ে মাথায় পড়া
সিঁদুর হবি।
অষ্টপ্রহর তুই কি আমার প্রেমিক রবি?
দুধসাদা এক বিকেল বেলায় গান শুনাবি
মেঘের ভেলায় ভাসিয়ে দিবি দুঃখ তরী
দিন দুপুরে ‘ভালোবাসি’জলের কানে বলে দিবি
তোর আশাতেই নয়ন পানে চেয়ে থাকে আকাশ পরী।
অষ্টপ্রহর তুই কি আমার প্রেমিক রবি?
সুরের তালে ভুলিয়ে দিবি বুকের ক্ষত
তবুও তুই দুঃখ দিবি,সাঁজের বেলায় আছে যত
নেশায় নেশায় পাগলপাড়া মজনু কত
তোর প্রেমেতে ঝাপ দিয়েছি,কষ্ট বুকে অবিরত।
অষ্টপ্রহর তুই কি আমার প্রেমিক রবি?
Add Comment