সাময়িকী: শুক্র ও শনিবার
-অমিত গোস্বামী
মুহুর্তরা হয়ে গেছে স্থানচ্যুত, নদীদেহে চিরুনী তল্লাশ,
খাত থেকে ফিরে আসে যারা খুন হওয়া প্রচলিত নদী,
সে বিন্যাস নিরীক্ষন করে খোঁজো তুমি শব্দের লাশ,
তুমিও মেঘের মতই না’হয় ভেঙে হতে বিষন্ন যুবতী।
কেন চলে গেলে? কেন তুমি বেছে নিলে আত্মহনন?
কবিতারা মূক হয়ে গেছে, এর ছিল কোন প্রয়োজন?
Add Comment