সাময়িকী: শুক্র ও শনিবার
-জামশেদ নাজিম
আপনাকে কিছু বলতে চাই,
আপনি শব্দটি আমার পছন্দ নয়
তুমি করে বলি?
ওহ হ্যাঁ, তুমি বললেই তো হবে না,
তোমার একটা নাম দরকার।
যে নামে আমি তোমাকে ডাকবো
কী নাম দেবো?
না থাক, কোনো নাম দিতে হবে না।
তুমি তো দেবী, দেবীর তো নাম দিতে হয় না।
আমি জানি, তোমার ভেতর কিছু কষ্ট আছে
খুব আপন সে কষ্টগুলো।
ঠিক ছায়ার মতো তোমার সাথে পথ চলে তারা
মাঝেমধ্যে তোমাকে কাঁদায়।
মায়াবতী চোখ দুটিতে কী অসীম নিয়ন্ত্রণ তোমার!
যখন তোমার সামনে মানুষ থাকে চোখ দুটি অশ্রু ছাড়ে না।
দেবী, ওই কান্নাটুকুও অতি আড়ালে কাঁদে!
Add Comment