সাময়িকী: শুক্র ও শনিবার
-সালমা সুলতানা
আমি আর তোমার হবো না!
আকাশে দেবো পাড়ি!
আর পাবে না কোথাও আমায়,
থাকবে না বাড়াবাড়ি!
তুমি এখন ভীষণ স্বাধীন
ঘরে ফেরার নেই তাড়া
মান ভাঙাতে হয়না আমার,
আমি এখন ভিন্ন পাড়া!
দিন চলে যায় আমায় ছাড়া
কেউ খোঁজে না তোমায়
কেউ বলে না সজল চোখে
থাকব প্রতীক্ষায়!
মেঘের দেশে নতুন বাড়ী
মেঘের ছায়ায় থাকি
তোমার আমার গল্পগুলো
জলের কাছেই রাখি।
তুমি আর আমায় চেয়ো না
উড়ে যেও ভিন দেশে!
ভিন্ন পটে গল্প সাজাও
সাজাও আমায় ভিন্ন বেশে।
আমি আর তোমার হবো না
আকাশে দেবো পাড়ি
আর পাবে না কোথাও আমায়
থাকবে না বাড়াবাড়ি।
Add Comment