সাময়িকী : শুক্র ও শনিবার
-সুলতান মাহমুদ
ভয়ে ভয়ে ডুকি ঘরে
বউ যদি চেপে ধরে
কই মোর শাড়ি?
ছেলে ছোট নেই বুঝ
কোলে বসে বলে রোজ
চাই লাল গাড়ি।
ভেবে ভেবে টানি কেশ
বেতনের টাকা শেষ
মাস বাকি আরো,
তেল নুন যাই কিনি
খুঁজে ফিরে শুধু মিনি
আছে কিছু ধারো।
বাবা মা’র দেখাশোনা
হয় না তা হাতেগোনা
আছি বড় লাজে,
সংসারে ঘানি টেনে
মনে মনে নিই মেনে
সময় টা বাজে।
বাজেট আসে ধনীর পাড়ায়
গরীব দুখী মূল্য হারায়
দুঃখে ভরে চিত্ত
নুন আনতে পান্তা ফুরায়
কষ্টে আছি চরম চুড়ায়
আমি মধ্যবিত্ত।
Add Comment