আজকের দেশ

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে অনুপম হুদার শিল্পকর্মের প্রদর্শনী

ফজলুল হক, ঢাকা

২৪ নভেম্বর ২০২৩


আলিঁয়স ফ্রঁসেজের গ্যালারীতে অনুপম হুদার শিল্পকর্মের প্রদর্শনী চলছে। গত ১৭ সেপ্টেম্বর প্রখ্যাত শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক হাশেম খান “কাব্যচিত্র” শিরোনামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোস্তাফিজুল হক। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

রবিবার ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। ইতিমধ্যে শিল্পানুরাগী বিভিন্ন শ্রেণির পেশার মানুষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছেন।

বহুমুখী প্রতিভাধর শিল্পী অনুপম হুদা একজন মিডিয়াকর্মী হিসেবে তিনি সফল ছিলেন। সুনামের সাথেই কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন মিডিয়ায়। একজন সফল শিক্ষক হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। কাজ করেছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে।


লেখনিতেও তিনি দারুন সামর্থ্যবান। খুব সাধারণ বিষয় নিয়েও তিনি লিখেন অসাধারণ। রং তুলি আর ক্যানভাসেও তারই বহিঃপ্রকাশ ঘটে।

“কাব্যচিত্র” শিরোনামের প্রদর্শনীতে সেটাই তিনি প্রমাণ করেছেন। ছোট বড় মিলিয়ে বিমূর্ত ফর্মে আঁকা ২৬টি চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। বিমুর্ত হলেও কিছু কিছু ছবিতে মূর্খ অবয়ব আছে।


এই “কাব্যচিত্র”টি শিল্পী হুদার দ্বিতীয় একক প্রদর্শনী। দেখতে আসা দর্শনার্থীদের মনের খোরাক জোগাবে এই প্রদর্শনী।

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930