-তারিক-উল ইসলাম
প্ল্যানচেট-চৌকাঠে দাঁড়িয়ে
যেই তুমি একটু রোদ্দুর
আলো একটুখানি,
যেই তুমি টুকরো মেঘ,
হাওয়া যেই তুমি তাকালেই
পুড়তে উদ্যত আমার উদ্যান
হতোদ্যমও খানিকটা,
সেই তুমি এসো না কাছে।
আছি অন্ধকারে,
তবু জেনো আছি
নেপোলিয়ন-হৃদয় সম্রাজ্ঞী জেসোফিন,
‘নিও তুমি আমার এক লক্ষ
চুম্বন দিও না একটিও,
পাছে আমার রক্তে আগুন ধরে যায়।
’প্রিয়তম আলো, শুধু এটুকুই
তোমাকে বলার আছে।
Add Comment