সাময়িকী: শুক্র ও শনিবার
-শাহনাজ পারভীন
এই বরষায়
ঘন তমসায় এলি বৃষ্টি কেন অবেলায়?
এলি বল তুই, এই শহরে
এলি বহরে, সাথে আনলি ডেঙ্গু বাংলায়–
স্বচ্ছ পানির যত ফোয়ারায়!
সাথে মেঘ আর সাথে মল্লা
এলো জ্বরাসহ যত মৃত্যূ, এলো হল্লা
সাথে ভিড় লাগে, লাগে ভাট্টা
কেন, বল তুই আজ একাট্টা
এলি কেবিনে
ঈদ রাতে, আজ হসপিটাল।
কাঁদে বাচ্চা, কাঁদে শিশু আজ
নির্ঘুম মার চক্ষু
ঘুম নেই বাবা ব্যস্ত।
নেই ছুটি আজ সেবিকার
ঘুমহীন সব ডাক্তার
বল বৃষ্টি
অনাসৃষ্টি
এলি সাথে কেন ঢাকাবাসীদের!
আহা বৃষ্টি তুই বেজে যা
বিরামহীন তুই নেচে যা
ভেসে যাক যত লার্ভা
ভেসে যাক পানি, রক্ত
হোক অক্ত–
যাক ভেসে যাক তোর স্রোতে আজ
যত জুলুম আর যত পাপাচার
ভেসে যাক যত অনাচার
আর
ভেসে যাক যত মিথ্যা।
আয় বৃষ্টি আজ শহরে
আয় বৃষ্টি সব জেলাতে
আয় বৃষ্টি জনসভা আর
ঈদ মার্কেট, ঋষি মেলাতে
ভেসে যাক যত ময়লা
পুড়ে খাক হোক আজ কয়লা
সুখে থাক যত পরিবার
তুই আয় সব ফের গড়িবার
তুই আয় আজ হেসে উঠতে
তুই আয় আজ ফুল ফুটতে
তুই আয় তুই আয় আজ
আহা বৃষ্টি!
কি যে মিষ্টি লাগে সুবাস আজ
তুই আয় আজ, তুই আয় আজ।
Add Comment