হ্যালোডেস্ক
২০১৯ সালে ‘কবির সিং’-এর অভাবনীয় ব্যবসায়িক সাফল্যের সুবাদে ঈর্ষণীয় জনপ্রিয়তা পেয়েছেন বলিউডের এই প্রজন্মের অভিনেত্রী কিয়ারা আদভানি। এতে প্রীতি চরিত্রে দারুণ অভিনয়ে সবার মন জয় করেছেন তিনি। এরপর তাকে দেখা গেছে ‘গুড নিউজ’ ছবিতে। এটিও ব্লকবাস্টার হিট।
কিয়ারার হাতে এখন ‘লক্ষ্মী বোম’ দিয়ে শুরু করে ‘ভুল ভুলাইয়া টু’সহ আকর্ষণীয় চারটি ছবি। ফলে ২০২০ সালও দুর্দান্ত কাটতে পারে তার। চমকপ্রদ ব্যাপার হলো, ৭৫ দিনেরও কম সময়ে অর্থাৎ আড়াই মাসে মুক্তি পাবে সব ছবি! এগুলোর সুবাদে বোঝা যাচ্ছে, ২০২০ সালের বক্স অফিস শাসন করবেন ২৭ বছর বয়সী এই তারকা। অবশ্য তাকে প্রচারণায় দৌড়ের ওপর থাকতে হবে তা নির্দ্বিধায় বলা যায়।
‘লক্ষ্মী বোম’ ছবির শুটিংয়ের প্রথম দিনে কিয়ারা আদভানি
আড়াই মাসে কিয়ারার চারটি ছবি মুক্তির ঘটনা রেকর্ডের জন্ম দেবে। বলিউডে একসময় একই বছরে কয়েক মাসের ব্যবধানে নায়িকাদের বেশ কয়েকটি ছবি মুক্তি ছিল নিয়মিত ব্যাপার। ১৯৯৬ সালে তো কারিশমা কাপুরেরই ১০টি ছবি মুক্তি পায়। এরমধ্যে কয়েকটি ছিল টানা। তবে এখন এমন ঘটনা খুব একটা দেখা যায় না। সবশেষ ২০১৪ সালে ছয় মাসে (আনুশকা শর্মার চারটি ছবি মুক্তি পেয়েছিল। এগুলো হলো ‘পিকে’, ‘এনএইচটেন’, ‘বোম্বে ভেলভেট’ ও ‘দিল ধাড়াকনে দো’।
অক্ষয় কুমারের বিপরীতে ‘লক্ষ্মী বোম’-এর মাধ্যমে নতুন বছরের খাতা খুলবেন কিয়ারা। তামিল ভৌতিক-কমেডি ধাঁচের ছবি ‘কাঞ্চনা’র হিন্দি রিমেকটি মুক্তি পাবে রোজার ঈদে। একই দিনে প্রেক্ষাগৃহে আসবে সালমান খানের ‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’।
এর দুই সপ্তাহ পর (৫ জুন) ‘ইন্দু কি জাওয়ানি’ নিয়ে হাজির হবেন কিয়ারা। এতে তাকে দেখা যাবে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ শহরের ঝগড়াটে মেয়ের চরিত্রে। সে অনলাইন ডেটিং জগতে ঢোকার পর মজার কাণ্ড ঘটতে থাকে। এতে তার বিপরীতে থাকছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ তারকা আদিত্য শীল। ছবিটির মাধ্যমে বাঙালি নির্মাতা আবির সেনগুপ্তের অভিষেক হবে বলিউডে। প্রযোজনায় নিখিল আদভানি ও ভুষণ কুমার।
এরপর এক মাসেরও কম সময়ে (৩ জুলাই) সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘শেরশাহ’ ছবিতে দেখা যাবে কিয়ারাকে। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে শহীদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন অবলম্বনে এটি প্রযোজনা করেছেন করণ জোহর। গত ১৬ জানুয়ারি সিদ্ধার্থ মালহোত্রার জন্মদিনে এর ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়।
এদিকে কিয়ারার জন্মদিনে (৩১ জুলাই) মুক্তি পাবে আরেক ভৌতিক-কমেডি ধাঁচের ছবি ‘ভুল ভুলাইয়া টু’। এটি হলো ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের ‘ভুল ভুলাইয়া’র দ্বিতীয় পর্ব। আনিস বাজমির পরিচালনায় এবারের কিস্তির নায়ক কার্তিক আরিয়ান।
প্রায় ছয় বছর আগে অক্ষয় কুমারের প্রযোজনায় ‘ফাগলি’র মাধ্যমে বলিউডে অভিষেক হয় কিয়ারার। কিন্তু ছবিটি ফ্লপ হওয়ায় কারও চোখে পড়েননি তিনি। এর দুই বছর পর শত কোটি রুপিরও বেশি আয় করা ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে তাকে দেখা গেছে। কিন্তু ব্যক্তিগতভাবে আশানুরূপ সাড়া পাননি। তারপর তো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তার ‘মেশিন’। তবে ছবিটিতে ‘তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত’ গানের রিমিক্সের তালে নেচে ঠিকই নজর কাড়েন তিনি।
২০১৮ সালে নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিস’ ছবির মাধ্যমে কিয়ারার ভাগ্যদেবী অবশেষে হেসেছে। এতে করণ জোহরের পরিচালনায় সাহসী অভিনয় করেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। মহেশ বাবুর বিপরীতে তেলুগু ছবি ‘ভারত আনে নেনু’ ও ‘কলঙ্ক’র অতিথি চরিত্র কাজে এসেছে।
গত বছরের ব্লকবাস্টার ‘কবির সিং’ কিয়ারাকে সাফল্যের জোয়ারে ভাসিয়েছে। ছবিটিতে প্রীতির ভূমিকায় নৈপুণ্য দেখানোর সুবাদে তার নাম এখন ঘরে ঘরে। ২০১৯ সালেই করণ জোহরের প্রযোজিত ‘গুড নিউজ’ রমরমিয়ে ব্যবসা করেছে। এতে আরও ছিলেন অক্ষয় কুমার, কারিনা কাপুর খান ও দিলজিৎ দোশাঞ্জ।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা
Add Comment