তরঙ্গটুডে

ইউটিউবের গানের কাজ নিয়ে ব্যস্ত চন্দন লাল বেজ

হ্যালোডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২২


চন্দন লাল বেজের জন্ম চাঁদপুরের কচুয়া উপজেলায়। বড় হয়েছেন ঢাকার অদুরেই নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে যাতায়াতের সুবাদে সঙ্গীতাঙ্গনের অনেক গুনিজনের সাথে পরিচয় হয় চন্দনের।

হাঁটি হাঁটি পা পা করে শুরু হয় সঙ্গীতাঙ্গনে পথচলা। বন্ধুদের উৎসাহে শেখেন বাদ্যযন্ত্র কীবোর্ড। ধীরে ধীরে নিজেকে তৈরি করে তোলেন সঙ্গীত জগতে। বর্তমানে চন্দন লাল বেজ একজন পেশাদার মিউজিশিয়ান।

স্টেজে কিংবা রেকর্ডিং ষ্টুডিওতে কীবোর্ড বাজান সমান দক্ষতার সঙ্গে। জনপ্রিয় অনেক গানের মিউজিক সৃষ্টি করেছেন চন্দন লাল বেজ।

জনপ্রিয় প্রচার মাধ্যম ইউটিউবের জন্য গান তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তরুণ এই মিউজিশিয়ান। “একতারা” মাল্টিমিডিয়ার সাথে সাথে কীবোর্ড বাদক হিসেবে কাজ করছেন তিনি।

 

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930