সাময়িকী: শুক্র ও শনিবার
-শিলু জামান
ইচ্ছেগুলো হাঁটছে এখন
তেপান্তরের মাঠ পেরিয়ে
মাঝখানে একটু জিড়ায়
উদাস দুপুর গড়িয়ে।
বেলা যখন নামছে হেঁটে
অস্তোরাগে গোধূলি ছুঁয়ে
সন্ধ্যাকাশে উঠছে চাঁদ
পূর্ণিমারই আলো হয়ে।
শিউলি বনে সুবাস বিলায়
কামিনীর গা ঘেষে
দোলনচাপা তারি আনন্দে
মৃদু হাওয়ায় ভাসে।
জোনাক জ্বলা ঝিঁঝিঁ ডাকা
রাত গভীরে শেয়াল
হাক দিয়ে যায় হুক্কা হুয়া
ঘুমের ঘরে খেয়াল।
Add Comment