সাময়িকী: শুক্র ও শনিবার
-মঈন মুরসালিন
ধর্মের ধোয়া তুলে
পাড়া প্রতিবেশী ভুলে
জিগিরের মাঠে নামে
সঁপে মন ও দিল
ইল্ বাবা ইল্।
পীরে পীরে দুধ ভাই
কাজে কামে ভেদ নাই
ভক্তকে চুষে খায়
এটে দিয়ে খিল
ইল্ বাবা ইল্।
হাদিয়ার টাকা পেয়ে
মোটা হয় খেয়ে খেয়ে
সুযোগেতে গড়ে নেয়
কারখানা মিল
ইল্ বাবা ইল্।
স্বর্গের ভিসা দিয়ে
গাঁজা আর মদ পিয়ে
দুই চোখে দেখে তারা
হুরী লাল নীল
ইল্ বাবা ইল্।
Add Comment