সাময়িকী: শুক্র ও শনিবার
-রাজেশ চন্দ্র দেবনাথ (আগরতলা)
কামজ্যোৎস্নায় ফুটছে গণতন্ত্রের জাত
ফিসফিসানি উৎসবে
গোপন ভ্রুণে চুম্বনে চুম্বনে
লালন শিখায় বিস্তৃত দুস্থ রাত্রি।
জীবাশ্মের প্রতিটি সংস্করণে
জ্যামিতিক কায়দায় পাঁচমিশেলি শব্দ দহন।
পরিযায়ী রাষ্ট্রমন্ত্রে জন্ম – মৃত্যু মেপে মেপে
বারোয়ারি বেলায় গর্ভপাতের ঢেউ সামলে
পাহাড়ের তলপেটে চলছে জোর খুনসুটি
গুচ্ছাকার সংশয়ে শতাব্দি তৃতীয় খণ্ডে
ক্লান্তিহীন নিঃশ্বাস।
প্রকল্পের পাতে ঈশ্বরের পোড়া মাংসে
ভরাট হচ্ছে ধর্ম সুরঙ্গ
টুকরো টুকরো মেঘে
মরচে ধরা কবর ভিজে উঠে মিলিত ছায়ায়।
Add Comment