টিপস
হ্যালোডেস্ক: হুট করেই কড়া রোদ, আবার ঝাঁপিয়ে বৃষ্টি। আবহাওয়ায় স্যাঁতস্যাঁতে ভাব চলে এসেছে। এই মুহূর্তে নিজেদের যেমন যত্ন দরকার, তেমনি দরকার কাপড়ের যত্ন। নইলে কাপড়ে তিতি পড়ে যেতে পারে, কিংবা ছত্রাক আক্রমণ হতে পারে। বর্ষাকালে কাপড়ের যত্নের কয়েকটি টিপস জেনে নিন।
- প্রথমেই পরনের কাপড়কে প্রায় প্রতিদিনই ভালো করে ধুয়ে নেওয়া দরকার। যাতে করে কাপড়ের কাদা দূর হয়ে যায়।
- সারা বছর রাখা কাপড়ে (কাঁথা, বালিশ, চাদরের মতো কাপড়) অবশ্যই ন্যাপথলিন বা কর্পুর দিয়ে রাখতে হবে।
- আলমারির কাপড়ে ছত্রাক বা ফাঙ্গাস সংক্রমণের আশঙ্কা দেখা দিলে সেটা বের করে সঙ্গে সঙ্গে ধুয়ে ভালো করে শুকিয়ে কড়া আয়রন করতে হবে।
- বৃষ্টির ফাঁকে যেদিন রোদ উঠবে সেদিন চেষ্টা করতে হবে কাপড় একবার রোদে শুকিয়ে নিতে।
- আলমারি একবার ভালো করে মুছে নিয়ে খুলে রাখতে হবে অনেক সময়ের জন্য।
Post Views: ৬১৪
Add Comment