১৫ আগস্ট জাতীয় শোক দিবস
-কামরুল বাহার আরিফ
১৫ আগস্ট ২০২১
একটা চশমা ভারসাম্য রাখতে না পেরে
ছিটকে পড়লো সিঁড়ি থেকে সিঁড়ির ল্যান্ডিংয়ে
তারপর একটা কাচ ভেঙে চূর্ণ হয়ে গেলে
আকাশে ঘনকালো মেঘ এসে আঁধারে ঘিরে নিলো
অনাগত সব দৃষ্টিও অন্ধকারের দেয়ালে আটকে গেলো
একটা চশমার দূরদৃষ্টির সাথে
একটা পাখিও উড়ে যায় আকাশের ওপারে
পাখিটা আকাশ পেরিয়ে আরেক আকাশ তারপর
আরও অনেক আকাশে উড়ছে পতাকার মত
বাতাসের নিয়মে পতাকা ওড়ার শব্দ কানে এলেও
আমরা ভাঙা চশমা চোখে রেখে
আকাশের পরিসীমা ও তার ভূগোল
পাঠ্যসূচী থেকে হারিয়ে ফেলেছি।
তবে ভাঙা চশমাটার মেরামত নিয়ে
বড্ড আলোচনা চলছে প্রায় অর্ধশতাব্দি;
অথচ আলোচকরা কারিগর হতে পারে না।
Add Comment