-হাসনাত আমজাদ
প্রতিদিন ঘড়ি ধরে ঘুম থেকে উঠি
ঘড়ি ধরে পড়া শুরু, ঘড়ি ধরে ছুটি।
ঘড়ি ধরে খাই দাই,
ঘড়ি ধরে খেলি
ঘড়ি ধরে ডান থেকে
বাম দিকে হেলি।
ঘড়ি ধরে সবকিছু,
বসা, হাঁটাচলা ঘড়ি ধরে
সকলের সাথে কথা বলা।
সব কাজ করি ওই ঘড়ি ধরে ধরে
এইবার ঘড়ি তোকে বলি শোন ওরে,
লাভ কি রে তোর
এত করে কড়াকড়ি?
হাতে পায়ে বেঁধেছিস সময়ের দড়ি।
একদিন দে না ফেলে
তোর তিন কাঁটা একদিন কাঁটা
ছেড়ে দে না দূরে হাঁটা।
একদিন দেরি করে উঠি ঘুম থেকে
একদিন কাঁটা তোর যাক একেবেঁকে।
একদিন লেখাপড়া থাক বন্ধ
যে একদিন যাই লাল পাখিটার খোঁজে।
একদিন লিখি চিঠি আকাশের নামে
একদিন ঘড়ি তুই থাক বিশ্রামে।
একদিন বাদ থাক এবিসিডিএলও
একদিন সারাদিন থাকি এলোমেলো।
Add Comment