-বাপ্পি সাহা
শতবর্ষে বঙ্গবন্ধু
যে তর্জনী উঁচিয়ে বলতে পারে
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
কালে কালে একবারই হয় জন্ম এমন মহান নেতার,
যার বজ্রকন্ঠ শোনার অপেক্ষায় লাখো লাখো জনতা এসেছিলো রেসকোর্স ময়দানে।
যার মুখের অমর বাণীর সুর এখনো ভেসে বেড়ায় প্রতিটি ধূলি কনায়,দেশ থেকে দেশান্তরে।
বাংলার আল পথ ধরে অমর কাব্যে।
যার জন্য রচিত হয় কোটি কোটি রচনা
যাকে ভালোবাসা যায়, যাকে বুকে ধারণ করে
জয় বাংলার শ্লোগান বলা যায়
বাংলায় কথা বলা যায়
স্বাধীন বাংলাদেশ পাওয়া যায়
একটি স্বাধীন পতাকা তলে মিলিত হওয়া যায়।
তিনি অমর কারিগর, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Add Comment