সাময়িকী: শুক্র ও শনিবার
-দীপক মান্না
বাঁ-দিকটা পুড়ছে ক্রমশ
ছাই হয়ে যাচ্ছে জমানো ধনসম্পত্তি
প্রাচীর ভেদ করে ঢুকে পড়ছে –
আগুনের লেলিহান শিখা
গোলার ভিতর সযত্নে রাখা বাসনাগুলো
উচ্চস্বরে চিৎকার করে দগ্ধ হতে থাকে
কংক্রিট স্তম্ভের মতো নিশ্চল দাঁড়িয়ে থাকি
বন্ধ চোখের ভিতর সরস্বতী বয়ে যায়
কানের পর্দায় আছড়ে পড়ে আর্তনাদ
তিল তিল করে জমানো ইচ্ছেরা
আগুন মেখে সংঞ্জাহীন লুটিয়ে পড়ে।
এভাবেই তবে আগুন লাগে বুঝি
এভাবেই গোলাপি বাগান পুড়ে ছাই হয়।
Add Comment