সাময়িকী: শুক্র ও শনিবার
-কানিজ ফাতেমা নিপা
গ্রাম থেকে আসা ৭ বছরের শিশু মারিয়া।
জীবনে প্রথম ঢাকায় এসে স্কুলে ভর্তি হয়েছে। শ্রেণীকক্ষে শিক্ষক বললেন, গ্রামের ভাষায় কথা বলা যাবে না। শুদ্ধ ভাষায় কথা বলতে হবে বুঝলে মারিয়া??
মারিয়া ভাবলো, শিক্ষকের আদেশতো মানতেই হয়। এখন থেকে শুধু স্কুলে নয়, বাসায় ও শুদ্ধ ভাষায় কথা বলবো।
স্কুল থেকে বাসায় ফিরলে পাশের বাসার আন্টি জিজ্ঞেস করলেন, আজ সকালে কী দিয়ে ভাত খেয়েছিলে মারিয়া???
মারিয়া শুদ্ধ ভাষায় উত্তর দিলো….আন্টি, আজ সকালে ভাত খেয়েছি “এলু ভর্তা আর ডেলু” দিয়ে।

Add Comment