সাময়িকী: শুক্র ও শনিবার
―মিলন মাহমুদ রবি
এ কেমন সময় দিচ্ছি পাড়ি?
বিশ্বজুড়ে করোনা মহামারি।
কখন যে কার সাথে নিচ্ছি আড়ি,
আজ আছি কাল নাও থাকতে পাড়ি।
ইচ্ছেগুলো বন্দিপাখি,
খাঁচার ভিতরে বসে মারছে উঁকি।
মাথার উপর খোলা আকাশ,
বিষন্নতার মাঝে বসবাস।
আধাঁর জমেছে ঘরের কোনে,
আলোর দেখা কী সহসা মেলে?
অভাব কড়া নাড়ছে দরজায়,
মৃত্যুর হাতছানি জানালায়।
বেঁচে আছি কিনা দেখছি আয়নায় মুখ,
আয়নারও জমেছে মনে অসুখ!
এ কেমন ‘অ’সময় দিচ্ছি পাড়ি?
তবে মনে রেখো, এই সময়টা বড্ড দামি।
মানুষ নামের মানুষগুলো একলা বাঁচতে চায়,
একলা বেঁচে বুঝি―মানুষ হওয়া যায়?
পৃথিবী আজ দিচ্ছে দীক্ষা,
মানুষ তুমি কী পেলে শিক্ষা?
মানবতা, সে-ও তোমার ভিতর
একটু হাতখানি বাড়াও,
অদৃশ্য এই শক্তি রুখতে
ভিতরের মানুষটাকে নাড়াও।
সময় আর নাই-রে মানুষ,
চলো নতুন প্রভাত আনি―
মানুষ তুমি, মানুষ আমি
এসো― পৃথিবীর কথা শুনি!!
Add Comment