কবিতা

কঙ্কাল

ছবি: প্রতীকী

চলে গেছে সকাল বিকাল
ঝুপড়ির দিনগুলোতে
আজো নেই সূর্যের উত্তাপ ।
সভ্যতার ছোঁয়াটুকু দিতে গেলেই
ঘটে যায় ভীষণ এক পাপ ।

নিষিদ্ধ জিনিষের ভারে ন্যুব্জ শরীর
দিনগত পাপক্ষয় আর কাকে বলে
ইতিহাসে আঁস্তাকুর ঘেঁটে
কিছু কিছু মানুষ আজও চলে ।

চাঁদের জ্যোৎস্নাটুকু  ছেঁকে  নিতে
পিপাসার হিংস্র উত্তাপ নেমে আসে
বুক থেকে আরও কিছু স্বপ্ন
যা এতদিন বলে এসেছ একান্ত  নিষ্পাপ
এখানে কোন তফাত জেগে নেই
নিদ্রাহীন যক্ষের আবাসে ।

তুলে নাও হাতে তুলে নাও
হোক না তা সমাজের জঞ্জাল
জানোই তো কিছুই চিরস্থায়ী নয়
দেখবে সবাই একদিন ——–
পড়ে আছে জীর্ণ   কঙ্কাল !

কলকাতা থেকে, জয়ন্ত বাগচী

 

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930