হ্যালোডেস্ক
মুজিববর্ষ -২০২০
কবিয়াল ফাউন্ডেশন এর আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে হতে যাচ্ছে স্মারকগ্রন্থ”এক তর্জনীর স্বাধীনতা”
দেশের সুপ্রাচীন ঐহিত্যবাহী জনপদ নারায়ণগঞ্জের কবি, সাহিত্যিকদের নিয়ে গড়ে ওঠা কবিয়াল ফাউন্ডেশনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মুজিববর্ষ ২০২০ উদযাপন হতে যাচ্ছে। এই উদযাপনকে দেশব্যাপি সফল করার লক্ষ্যে কবিয়াল ফাউন্ডেশন একটি স্মারকগ্রন্থ প্রকাশ করতে যাচ্ছে। যা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আদলে “এই তর্জনীর স্বাধীনতা” শিরোনাম দেয়া হয়েছে। মূলত ৭ মার্চের ভাষণই বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। বাংলার মহান স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম।
বাঙালি জাতির এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ!”
বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিল।
স্মারকগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে।
স্মারকগ্রন্থঃ এক তর্জনীর স্বাধীনতা
সম্পাদকঃ বাপ্পি সাহা
প্রকাশকঃ কবিয়াল ফাউন্ডেশন
উৎসর্গঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
প্রচ্ছদঃ অরূপ মান্দী (কামরুল ইসলাম)
Add Comment