জীবনানন্দ দাশের প্রয়াণ দিবসে নিবেদনঃ
-হোসনে আরা কেরিন
কার্তিকের মাসে দুঃখ নিয়ে গেলে
হে জীবন!
তারায় উড়ে
যেন দুরন্ত চিল।
তোমার পাখনার পালক গুঁজেছি এলো কুন্তলে
নিরালায়!
আধো ঘুমের ভেতরে মদির মেয়েটির মতো!
চলে গেলে? খুঁজে ফিরি রোদের তাপে
ফসলের ঘ্রাণে
হাজার বছর আগে ধরে অপেক্ষায় আছি
দেখবো বলে!
সকালের কমলা রঙের রোদের মতো
নগ্ন হাতে তোমার বিচ্ছুরন
হে জীবন জেনে রাখো
তোমার জন্যই এই কার্তিক ঘণ অন্ধকার এমন!
Add Comment