সাময়িকী : শুক্র ও শনিবার
-সোহেল মল্লিক
যুদ্ধ চলছে– এখনও যুদ্ধ চলছে এক অদৃশ্য শত্রুর বিরূদ্ধে
যে শত্রু দেশান্তরিত হয় পালতোলা নৌকার মতো–
দেশ থেকে দেশে
এক মহাদেশ থেকে অন্য মহাদেশে
যে যুদ্ধে মৃত্যু আছে শুধুই এক পক্ষ– মানুষের।
পৃথিবীর মহামারিতে এক অতি আশ্চর্য দানব
যার কোমল স্পর্শে অন্ধকার আরও অন্ধকারে
পরিণত হয় তীব্র থেকে আরও তীব্রতর
গাঢ় থেকে আরও প্রগাঢ় রূপ নেয়
চোখের পাতায় পাতায় বিবর্ণ অসুখ।
এই আকন্ঠ মৃত্যুকে আর উপেক্ষা করা নয়
এই মহারাহু মৃত্যুকে আর অবজ্ঞা করা নয়
এই প্রাণঘাতী মৃত্যুকে আর উপহাস করা নয়
একদিন মানুষ হবে করোনাযুদ্ধজয়ী
একদিন মানুষ উপলব্ধি করবে সবুজ পৃথিবী।
Add Comment